শর্তাবলী
১. সাইট ব্যবহারের শর্তাবলী Boi247.com একটি অনলাইন বই ও পণ্য বিক্রয়কারী প্ল্যাটফর্ম। সাইট ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের Terms of Use এবং Privacy Policyমেনে নিচ্ছেন। আমরা যেকোনো সময় শর্তাবলী পরিবর্তন করতে পারি, যা,সাইটে প্রকাশের পরই কার্যকর। ২. অর্ডার ও পেমেন্ট পেমেন্ট মেথড: Cash on Delivery (COD), Debit/Credit Card, bKash, Nagad, Rocket ইত্যাদি। মূল্য নির্ধারণ: ওয়েবসাইটে প্রদর্শিত মূল্য প্রযোজ্য। ভুল থাকলে আমরা অর্ডার বাতিল করতে পারি। অর্ডার ক্যানসেল: শিপিংয়ের আগে অর্ডার বাতিল করা যাবে। ৩. ডেলিভারি ও রিটার্ন পলিসি ডেলিভারি সময়: সাধারণত ৩-৭ কর্মদিবস (স্থান ও পণ্যের উপর নির্ভরশীল)। রিটার্ন/রিপ্লেসমেন্ট: বই: পৃষ্ঠা নষ্ট, ভুল বই, মুদ্রণ ত্রুটি থাকলে ২৪ ঘন্টার মধ্যে রিটার্ন দাবি করুন। অন্যান্য পণ্য: ত্রুটিপূর্ণ, ভুল মডেল/সাইজ হলে ২৪ ঘন্টার মধ্যে জানান। প্রমাণ: সমস্যার ছবি সহ ইমেইল help@boi247.com বা হোয়াটসঅ্যাপে (+880XXXXXXX) রিপোর্ট করুন। রিফান্ড: ত্রুটি প্রমাণিত হলে ৫-৭ কর্মদিবসের মধ্যে রিফান্ড দেওয়া হবে। ৪. ডিসকাউন্ট ও অফার প্রোমো কোড: সর্বোচ্চ ১৫০ টাকা ছাড় (এক অর্ডারে একাধিক কোড ব্যবহার যাবে না)। বিশেষ শর্ত: ইসলামি ফাউন্ডেশন, বাংলা একাডেমি ও বিদেশি বইয়ে ডিসকাউন্ট প্রযোজ্য নয়। ৫. ব্যবহারকারীর দায়িত্ব অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড সুরক্ষিত রাখুন। অবৈধ/অনৈতিক কন্টেন্ট আপলোড করা যাবে না। সাইটের কন্টেন্ট বিনা অনুমতিতে কপি/বিতরণ নিষিদ্ধ। ৬. গোপনীয়তা ও নিরাপত্তা ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত রাখা হয় (বিস্তারিত Privacy Policy-তে)। ফ্রড/অনিয়মিত অর্ডার বাতিল করা হতে পারে। ৭. অন্যান্য শর্ত ওয়ারেন্টি: প্রোডাক্টের গ্যারান্টি সাপ্লায়ারের নীতিমালা অনুযায়ী প্রযোজ্য। আইনি ব্যাপার: বাংলাদেশের আইন অনুসরণযোগ্য এবং ঢাকার আদালত এখতিয়ারসম্পন্ন। বিস্তারিত জানতে Boi247.com ভিজিট করুন। যেকোনো জিজ্ঞাসার জন্য help@boi247.com বা +880XXXXXXX এ যোগাযোগ করুন।